হাওড়ার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের বাবা সেলিম খানকে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবারই নবান্নে আনিস খানের বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে৷
প্রসঙ্গত, এদিন ছাত্রনেতার বাড়িতে যান পঞ্চায়েতমন্ত্রী মন্ত্রী পুলক রায়। আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করেন। সন্তানহারা বাবার সঙ্গে কথা বলেন মন্ত্রী। আশ্বাস দেন যে, মুখ্যমন্ত্রী তাঁদের পরিবারের পাশে আছে। সরকারের তরফে সরকারি স্তরে তদন্ত হবে। তিনি-ই আনিসের পরিবারকে জানান যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা করতে চেয়েছেন।
আনিস খানের মৃত্যুর ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের তরফে৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন৷ ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনার তদন্ত করানো হচ্ছে৷
নিহত ছাত্রনেতার পরিবারের দাবি মেনে বাড়ির বাইরে চারজন সশস্ত্র পুলিশকর্মীও মোতায়েন করা হয়েছে৷ সোমবার সকালেই হাওড়ার আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে গিয়েছিলেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। ছাত্রনেতার বাড়িতে যান ডিএসপি সুব্রত ভৌমিক। ছাত্রনেতা আনিসের বাড়িতে ডিএসপি-র নেতৃত্বে প্রতিনিধি দল যায়। ডিএসপি আনিসের পরিবারকে আশ্বস্ত করেন, সিভিক ভলেন্টিয়ারের বেশে আদৌ কারা এসেছিল, তা খুঁজে বার করা হবে দ্রুত।
