কোভিডের প্রকোপ কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরছে বাংলা। এধাক্কায় অনেকটাই নিম্নমুখী কোভিড গ্রাফ। কমল দৈনিক করোনা সংক্রমিত এবং মৃতের সংখ্যা। পজিটিভিটি রেট কমল অনেকটাই। রাজ্য স্বাস্থ্যদফতরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কম। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪১ জন। তার ঠিক পরের স্থানেই রয়েছে কলকাতা। মহানগরীর ৩৮ জন একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে একদিনে সবচেয়ে বেশি জলপাইগুড়িতে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। সেখানে একদিনে ২৩ জন কোভিড সংক্রমিত। তার ফলে এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ১২ হাজার ৭৯৪ জন কোভিড আক্রান্ত হয়েছেন। অ্যাকটিভ কেস কমে দাঁড়াল ৭ হাজার ৭৩৬ জন।
পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানির সংখ্যাও কমেছে বেশ কিছুটা। মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত করোনা মোট ২১ হাজার ১০৭ জনের প্রাণ কেড়েছে। স্বস্তি জোগাচ্ছে সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ১ হাজার ৩৪৬ জন। তার ফলে এখনও পর্যন্ত কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৮৩ হাজার ৯৫১ জন। সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। করোনা সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের তড়িঘড়ি চিহ্নিত করে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত চিকিৎসকদের। তাই সামান্য উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার পরামর্শ দেন তাঁরা। গত ২৪ ঘণ্টা ৩৫ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষা হয়েছেন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৩৯ লক্ষ ২৮ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ০.৯০ শতাংশ। একদিনে ২ লক্ষ ৭১ হাজার ৮৭০ জন ভ্যাকসিন নিয়েছেন। প্রথম ডোজ পেয়েছেন ২১ হাজার ৫৮৭ জন এবং বাকি ২ লক্ষ ৩০ হাজার ৬৫৭ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। করোনা সংক্রমণ কমলেও সাবধানতা অবলম্বনের বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা।