তাঁকে মাঝেমধ্যেই ‘মৌন মোহন’ বলে কটাক্ষ করে থাকে গেরুয়া শিবির। এবার মুখ খুলেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন তিনি কৃষি আইন নিয়ে সরকারি নীতির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, কৃষি আইন দেশে কৃষকদের ঋণ বাড়িয়ে দিয়েছে।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, দেশে ধনীরা আরও ধনী হয়েছে, আর গরিবরা আরও গরিব হয়েছে। এব্যাপারে তিনি সরকারি নীতির পাশাপাশি উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অভিযোগ দেশে যখন মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মতো সমস্যা মাথা চাড়া গিয়েছে, সেই সময় বর্তমান সরকার ভুল স্বীকার না করে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ওপরে দোষারোপের খেলা খেলে চলেছে।
মোদী সরকারের বিদেশ নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন মনমোহন। তাঁর অভিযোগ, চীন আমাদের সীমান্তে ঘাঁটি গেড়েছে, কিন্তু চা চেপে যেতে চাইছে বিজেপি সরকার। তাঁর সাফ কথা, বড় বড় কথা বলা খুবই সহজ। কিন্তু তা বাস্তবে প্রয়োগ করা খুবই কঠিন। তিনি বিজেপির প্রতি নিশানা করে বলেছেন রাজনীতিবিদদের আলিঙ্গন করে কিংবা বিরিয়ানি খেতে গেলেই সম্পর্কের উন্নতি হয় না।