লাগাতার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছিল আমজনতার। শেষ পর্যন্ত চাপের মুখে কর কমিয়ে জ্বালানির দাম কিছুটা কমিয়েছে কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর সাহস দেখায়নি সরকারি তেল সংস্থাগুলি৷ বিশেষজ্ঞদের মতে পাঁচ রাজ্যে চলতে থাকা বিধানসভা নির্বাচনের জেরে প্রায় ৩ মাস ধরে জ্বালানির দাম স্থির রাখা হয়েছে ৷
তবে নির্বাচন শেষ হতেই লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৫-৬ টাকা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ মার্কেট এক্সপার্টদের মতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি না করায় প্রচুর টাকা লোকসান হচ্ছে তেল সংস্থাগুলির ৷ এই পরিস্থিতিতে সামান্য মার্জিন রাখতে হলেও ৫-৬ টাকা বৃদ্ধি করতে হবে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে গত ৭ বছরের নিরিখে বর্তমানে অশোধিত তেলের দাম সর্বোচ্চ। এর জেরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হতেই দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
