আজ বিধাননগর, আসানসোল, চন্দননগরের পাশাপাশি শিলিগুড়িতেও পুর নির্বাচন। শনিবার সকাল থেকেই ভোট-পরিদর্শনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শিলিগুড়ি পুরনিগমের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি।
এদিন নিজের ওয়ার্ডে দাঁড়িয়েই শিলিগুড়ির প্রাক্তন মেয়র বলেন, ‘সব জায়গাতেই আমাদের পোলিং এজেন্ট গিয়েছে। সব দলেরই গিয়েছে। কোনও জায়গাতেই গোলমালের কোনও খবর নেই। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। কোথাও কোনও ভোটদাতাদের বাধাপ্রাপ্ত হওয়ার খবর আমার কাছে এখনও নেই। আশা করছি সারাদিনটা এরকম শান্তিপূর্ণই থাকবে। শিলিগুড়ির যে ঐতিহ্য তা সবাই রক্ষা করে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন।’ শনিবার সকালে ভোটটা যেমন শান্তিপূর্ণভাবে শিলিগুড়িতে শুরু হয়েছে, দিনভর সেভাবেই চলবে বলেই ধারণা বর্ষীয়ান বাম নেতার।
