অব্যাহত পেগাসাস বিতর্ক। নিউ ইয়র্ক টাইমসের নতুন রিপোর্ট প্রকাশ্যে আসতেই ফের অস্বস্তিতে পড়ল মোদী সরকার। বিরোধীরা একযোগে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা সেভাবে মুখই খোলেননি। বিজেপির শীর্ষ নেতারাও এখনও এ নিয়ে নীরব। সব মিলিয়ে শাসক শিবিরের তরফে প্রতিক্রিয়া বলতে শুধু কেন্দ্রীয় মন্ত্রী মেজর জেনারেল ভি কে সিংয়ের প্রতিক্রিয়া। তাঁর দাবি, নিউইয়র্ক টাইমসের রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়। যা নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে বিতর্ক।
প্রসঙ্গত, ওই মার্কিন সংবাদপত্রের একটি প্রতিবেদনে লেখা হয়েছে যে ২০১৭ সালেই ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস কিনেছিল ভারত। এরপরেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এককাট্টা হয়ে ফের কেন্দ্রের সমালোচনায় নেমেছে। সংসদের বাজেট অধিবেশনে এই নিয়ে বিরোধীরা ফের ঝড় তুলতে পারে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, সুপ্রিম কোর্টকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগেও সরব বিরোধীরা। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় ইজরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের একটি চুক্তি সই করেছিল ভারত। সেই চুক্তির অন্যতম ছিল পেগাসাস। যদিও এখনও পর্যন্ত পেগাসাস কেনা নিয়ে ভারত বা ইজরায়েল কোনও দেশের সরকারই মুখ খোলেনি। মন্ত্রী ভি কে সিং এক টুইটে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন নিয়ে সন্দেহপ্রকাশ করে বলেছেন, “নিউ ইয়র্ক টাইমস তো সুপারি মিডিয়া। ওদের কি বিশ্বাস করা যায়?”
