অব্যাহত পদ্ম-অন্তর্দ্বন্দ্ব। বিজেপির নতুন কমিটি নিয়ে জেলায় জেলায় বেড়েই চলেছে ক্ষোভ-বিক্ষোভ। এবার তা আরও প্রকট হল। বিক্ষোভ মাথাচাড়া দিল হাওড়া সদরের জেলা কমিটি নিয়ে। ওই কমিটিতে গোবিন্দ হাজরা এক নেতার অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি উঠেছে দলের অন্দরেই। ক্ষোভে দল ছাড়লেন হাওড়া সদর বিজেপির যুব সহ সভাপতি অমিত ভট্টাচার্য। শুক্রবারই বিজেপির হাওড়া সদর জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। শুক্রবার বিকেল থেকেই প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে।
উল্লেখ্য, শনিবার বালিতে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে দল ছাড়ার কথা জানান বিজেপির যুব নেতা অমিত ভট্টাচার্য। নতুন কমিটি গড়া নিয়ে তিনি তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, শুভেন্দু বিজেপিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করছেন। যাঁরা প্রথম থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের বিজেপিতে ঠাঁই নেই। তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজেপির ওই যুবনেতা বলেন, “খুব শীঘ্রই দলের অন্দরে ‘শুভেন্দু হটাও, বিজেপি বাঁচাও’ বলে আওয়াজ উঠবে। তৃণমূল থেকে ডাক এলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।”
