ক্রমশ নেতাজী-বিতর্ক চাপে ফেলছে মোদী সরকারকে। ট্যাবলো বিতর্ক ধামাচাপা দিতে দিল্লীর ইন্ডিয়া গেটে নেতাজী সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি বসিয়েছে কেন্দ্র। তার পরও থামছে না বিতর্ক। এবার সেই হলোগ্রাম মূর্তির আদল নিয়ে আপত্তি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল বসু পরিবার। তাৎপর্যপূর্ণভাবে চিঠিটি দিয়েছেন বিজেপির সদস্য চন্দ্র বসু। ইন্ডিয়া গেটের ক্যানোপিতে নেতাজীর স্যালুট ভঙ্গিমার মূর্তি বসাচ্ছে মোদী সরকার। আপাতত তার হলোগ্রাম রয়েছে। সম্ভবত আগস্ট মাসে পূর্ণাঙ্গ মূর্তিটি বসানো হবে। যেখানে স্যালুট করার ভঙ্গিমাতে দাঁড়িয়ে থাকবেন নেতাজী।
এখানেই বসু পরিবারের আপত্তি বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে দাবি, দিল্লীতে সংসদে নেতাজির যে মূর্তি রয়েছে, সেই আদলেই গড়া হোক নেতাজির এই মূর্তিও। কারণ, কুচকাওয়াজ হয় একদিন। বাকি দিনগুলি ফাঁকা পরে থাকা দিল্লীর রাজপথ। সেখানে সুভাষচন্দ্র বসুর এই স্যালুট আদলের মূর্তি বড়ই বেমানান বলে দাবি পরিবারের। এ নিয়ে উচ্চ পর্যায়ের কমিটিতে আলোচনার দাবিতে সরব হয়েছেন চন্দ্র বসু। উল্লেখ্য, ইতিপূর্বে এই ইস্যুতে টুইট করেছিলেন গীতিকার জাভেদ আখতারও। প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দিল্লীর ইন্ডিয়া গেটে বসেছে নেতাজীর সুদীর্ঘ গ্রানাইটের মূর্তি। যতদিন না তা তৈরি হয়, ততদিন পর্যন্ত থাকবে একটি ‘হলোগ্রাম স্ট্যাচু’। বিশালাকার মূর্তিটি নির্মাণ করছেন প্রখ্যাত ভাস্কর অদ্বৈত গদানায়ক। ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির পরিচালক অদ্বৈত গদানায়ক ও তাঁর দল মিলে গড়ে তুলছেন গ্রানাইট পাথরের এই বিশাল মূর্তিটি। ওই পাথর আনা হচ্ছে তেলাঙ্গানা থেকে। মূর্তিটির উচ্চতা হচ্ছে ২৫ ফুট। যদিও এর মাঝেই এই মূর্তির আদল নিয়ে মাথাচাড়া দিল বিতর্ক।
