করোনা মোকাবিলায় স্বতন্ত্র পরিচয় বহন করতে সক্ষম হল অভিষেকের পরিকল্পিত ‘ডায়মন্ড হারবার’ মডেল। ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে রয়েছে, কোভিড সংক্রান্ত পরীক্ষার হালহকিকত। তাতে দেখা যাচ্ছে, ডায়মন্ড হারবারে পজিটিভিটি রেট এক শতাংশেরও কম। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ০.৭৯ শতাংশ। যা কার্যত রেকর্ড।
শুধু তাই নয়, অভিষেক জানিয়েছিলেন, তাঁর সংসদীয় এলাকায় করোনা গ্রাফ কীভাবে নিম্নমুখী করা যায় সেদিকেই লক্ষ্য দেবেন। পজিটিভিটি রেট যাতে ১ শতাংশের নীচে নামে সেই লক্ষ্য পূরণের কথাও বলেছিলেন সাংসদ। সংশ্লিষ্ট মহল বলছে অবশেষে লক্ষ্যপূরণ করলেন অভিষেক।
মিটিং-মিছিল বন্ধ, ডক্টরস অন হুইলস, ব্যাপক টেস্ট,চিকিত্সা পদ্ধতিতে এগিয়েছে ডায়মন্ডহারবার মডেল। এনিয়ে বিশিষ্ট চিকিত্সক দীপ্তেন্দ্র সরকার বলেন, এই যে ডোর টু ডোর সার্ভে ও ডাক্তাদের দুয়ারে পৌঁছে যাওয়ার মতো প্রয়াস, স্বাস্থ্য পরিষেবা যে বাড়িতে পৌঁছে যাচ্ছে তাতে যে শুধু সংক্রমণের হার কমছে তা নয়, এতে মানুষের মধ্যে সচেতনতাও বাড়ছে। মানুষ যখন দেখবে সরকার কোনও ক্ষেত্রে সক্রিয়ভাবে এগিয়ে এসেছে তখন সাধারণ মানুষও তাতে অংশ নিতে এগিয়ে আসবে। এটাই ওখানে হয়েছে। মানুষ ও সররকার দুপক্ষই এগিয়ে এসেছে এই অতিমারী ঠকাতে। সংক্রমণ একেবারে নীচে নেমে গিয়েছে। ফলে এটি একটি অত্যন্ত কার্যকারী মডেল।