দীর্ঘক্ষণ ব্যাঙ্কের লাইনে দাঁড়ানোর দিন শেষ। এবার থেকে যেমন ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে কষ্ট পোহাতে হবে না, তেমনি করোনার মধ্যে টাকা তোলার জন্য ব্যাঙ্ক পর্যন্তও যেও হতে হবে না রাজ্য সরকারি পেনশন প্রাপকদের। চাইলে ব্যাঙ্কের থেকে মিলবে এটিএম কার্ড। দরকারে করা যাবে নেট ব্যাঙ্কিংও। এবার এমনই সুবিধা দিচ্ছে রাজ্য সরকার।
নবান্ন সূত্রে খবর, যে ব্যাঙ্কে পেনশন প্রাপকদের অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে এটিএম কার্ড বা নেট ব্যাঙ্কিং পরিষেবার জন্য আবেদন করতে হবে। এতদিন পর্যন্ত অ্যাকাউন্ট থাকলে আবেদনের ভিত্তিতে ব্যাঙ্ক এটিএম কার্ড বা নেট ব্যাঙ্কিং পরিষেবা দিত গ্রাহকদের। কিন্তু রাজ্য সরকারের পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপকরা এই সুবিধা পেতেন না। তাঁদের ব্যাঙ্কে গিয়ে পে-স্লিপ বা চেকের মাধ্যমেই টাকা তুলতে হত।
অর্থ দপ্তরের সচিব মনোজ পন্থ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, এবার থেকে এটিএম কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা মিলবে। করোনা অতিমারী পরিস্থিতির বিষয়টি মাথায় রেখেই এবার পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপকদের এই সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। এর ফলে কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মীর যথেষ্ট সুবিধা হবে। বাড়িতে বসেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেমন সব ধরনের আর্থিক লেনদেন করা যাবে, তেমনই এটিএম কাউন্টার থেকে সহজেই টাকা তুলতে পারবেন তাঁরা।