একুশের ফোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। পুরভোটের দামামা বাজার পরেও দিকে দিকে সেই ধারা অব্যাহত। এবার যেমন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কান্দি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌতম রায়-সহ বেশ কয়েকজন। বুধবার মদন মিত্রের হাত থেকে তৃণমূলের পতাকা ধরেন তাঁরা।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন গৌতম। সঙ্গে দল ছাড়েন গুরুপ্রসাদ মুখোপাধ্যায়, চন্দন হাজরার মতো নেতারা। বিধানসভা ভোটে কান্দি থেকে বিজেপির প্রার্থীও হয়েছিলেন গৌতম। কিন্তু শিকে ছেঁড়েনি। ভোট মিটতেই দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর। আর এবার নিজের পুরনো দলেই ফিরলেন তিনি। ‘ঘর ওয়াপসি’র পর গৌতম বলেন, ‘ভোটের আগে ভুল বোঝানো হয়েছিল। তাই বিজেপিতে গিয়েছিলাম। মানুষের উন্নয়ন করতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ই উন্নয়নের কান্ডারি।’
