উন্নাওয়ের ধর্ষিতা নিহত তরুণীর মাকে প্রার্থী করল কংগ্রেস। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। প্রিয়াঙ্কা গান্ধী আগেই ঘোষণা করেছিলেন ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়া হবে। তাতেই দেখা গেল, উন্নাওয়ের ধর্ষিতা নিহত তরুণীর মাকে প্রার্থী করেছে কংগ্রেস।
উন্নাও গণধর্ষণ কাণ্ড তোলপাড় ফেলে দিয়েছিল জাতীয় রাজনীতিতে। ওই ধর্ষণে মূল অভিযুক্ত ছিলেন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। তাঁর যাবজ্জীবন কারদণ্ড হয়েছে। এবার সেই তরুণীর মাকে উন্নাও বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল কংগ্রেস।
বৃহস্পতিবার কংগ্রেসের তরফ থেকে উত্তরপ্রদেশ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন প্রিয়াঙ্কা গান্ধী। পরে তিনি বলেন, ‘আমাদের প্রার্থী তালিকা রাজনীতির অঙ্গনে এক নতুন বার্তা বহন করবে। আপনি যদি কোনওরকম অত্যাচার, হেনস্থার শিকার হন, তাহলে আপনার পাশে থাকবে কংগ্রেস’। এর আগেই মহিলা কেন্দ্রিক একটি প্রচারের মন্ত্র ঘোষণা করেন প্রিয়াঙ্কা। স্লোগান তোলেন, ‘লেড়কি হুঁ, লড় সকতি হুঁ’।
এবার ভোটের ময়দানে ধর্ষিতা হয়ে নিহত তরুণীর মাকে সরাসরি ভোটের লড়াইয়ে নামাল কংগ্রেস। অনেকের মতে, প্রচারে কংগ্রেস এটা তুলে ধরার চেষ্টা করবে, যে ধর্ষণের জন্য জেল খাটছে সে ছিল বিজেপির বিধায়ক। আর নির্যাতিতার মা কংগ্রেসের প্রার্থী।