আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাকে সত্যি করে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ক্রমশই আরও চওড়া হচ্ছে তার থাবা। রাজ্যেও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে আগামী ২২ জানুয়ারি চার পুরসভার নির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে রাজ্য নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আবার, এরই মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। এটা আমার ব্যক্তিগত মত।’ এবার অভিষেকের ব্যক্তিগত মতকেই দলের মত বলে জানালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।
তিনি বলেন, ‘অভিষেকের বক্তব্যই দলের বক্তব্য। কিন্তু অভিষেকের বিবৃতির আগেই পুরসভার নির্বাচন এবং গঙ্গাসাগর মেলার দিন ঠিক হয়। ফলে অভিষেকের পরামর্শ হঠাৎ করে বাস্তবায়ন সম্ভব ছিল না। এরপরে কোনও মন্তব্য করলে দলকে শুনতে হবে।’ তবে অভিষেক কখনই নির্বাচন বন্ধের কথা বলেননি বলেই দাবি সৌগতর৷ তাঁর কথায়, ‘অভিষেক নির্বাচন বন্ধ করার কথা কোথাও বলেনি৷ বর্তমান পরিস্থিতিতে সাধারণ ভাবে কী করা উচিত সেটাই বলতে চেয়েছে৷ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করার অনেক আগেই পুরসভা নির্বাচন এবং গঙ্গাসাগর মেলার ঘোষণা হয়ে গিয়েছিল৷ ফলে তা হঠাৎ করে বন্ধ করাও সম্ভব নয়৷’
