পুরনির্বাচনের আগেই ফের ভাঙন ধরল গেরুয়াশিবিরে। রবিবার আলিপুরদুয়ার জেলা বিজেপির ১২ জন পদস্থ সদস্য যোগ দিলেন তৃণমূলে। তালিকায় আছেন জেলাস্তরের নেতারাও। এদিন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে আলিপুরদুয়ার ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোরঞ্জনের নেতৃত্বে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতৃত্বরা তৃণমূলে যোগদান করেন। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে চেয়ারম্যান মৃদুল গোস্বামী, সভাপতি প্রকাশ চিক বড়াইক সহ অন্যান্য নেতৃত্বদের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বিজেপি নেতৃত্বরা।
এপ্রসঙ্গে বিজেপিত্যাগী ও তৃণমূলে যোগদানকারীদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে তৃণমূল সরকারের উন্নয়নে অংশীদার হতে চান তাঁরা। আলিপুরদুয়ার জেলা বিজেপির কোষাধক্ষ্য, জেলা বিজেপির লিগাল সেলের যুগ্ম আহবায়ক, জেলা যুব মোর্চার যুগ্ম আহবায়ক, ১২ মণ্ডল কিষাণ মোর্চা ও ওবিসি মোর্চার সম্পাদক, ১২ মণ্ডল মহিলা মোর্চা সম্পাদক ও ৯ মণ্ডল সম্পাদক সহ মোট ১২ জন বিজেপি নেতৃত্ব এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, পুরভোটের মুখে জেলা বিজেপির পদস্থ কর্তারা দল ছেড়েছেন৷ তাঁদের বহু অনুগামীও সমর্থন করছে তৃণমূলকেই। স্বাভাবিকভাবেই এই ঘটনা আরও চাপে ফেলল বিজেপিকে।