আসানসোলে পুরভোটের আগে দলবদলের হিড়িক অব্যাহত। এবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বিজেপির নেতারা। তাদের অভিযোগ জিতেন্দ্র তেওয়ারি তাঁর বাড়ির কাজের লোক থেকে পরিবারের লোকদের টিকিট পাইয়ে দিয়েছেন। কিন্তু পুরাতন কর্মীদের মর্যাদা দেওয়া হয়নি। তাঁদের টিকিট দেওয়া হয়নি। এই অভিযোগ তুলে বিজেপির ওয়ার্ড সভাপতি সহ বুথ সভাপতি ও ২০০ কর্মীরা যোগদান করলেন তৃণমূলে।
শনিবার আসানসোল পুরনির্বাচনে ৩৮ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ জন কর্মী সমর্থক বিজয় ঠাকুরের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। জিটি রোডের পাশে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।
এদিন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি বিধান উপাধ্যায়, চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, টিএমসি পুরনিগমের ১০৬ ওয়ার্ডের কনভেনর ভি শিবদাসন। এদিন বিজয় ঠাকুরের নেতৃত্বে ৩৮ নম্বর ওয়ার্ডের ২০০ জন বিজেপি কর্মী টিএমসি-তে যোগ দেন। এই অনুষ্ঠানে বিধান উপাধ্যায় বলেন, ‘বিজেপি শুধু ধর্মের নামে মানুষকে বিভক্ত করে। তাঁর কটাক্ষ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ধার নিয়ে ও তৃণমূলের নেতাদের নিয়ে দল চালাচ্ছে। তাঁদের বাংলাতে দল করার কী প্রয়োজন। বিজেপি কীভাবে জনগণের উন্নয়ন করতে হয় তা জানে না তারা কেবল মানুষকে ধর্মের নামে ভাগ করতে জানে’।