‘অহিন্দুদের প্রবেশ নিষেধ’।এমনই পোস্টারে ছেয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র কাশীর গঙ্গার ঘাট।শুধু গঙ্গার ঘাট নয়, কাশীর একাধিক মন্দিরেও এই পোস্টার দেওয়া ছবি সামনে এসেছে। জানা গেছে, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যৌথ উদ্যোগে এই পোস্টার লাগানো হয়েছে কাশীতে।
কাশ্মীর পঞ্চগঙ্গা ঘাট, রামঘাট, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ থেকে অসি ঘাট পর্যন্ত ছেয়ে গেছে এই পোস্টার। সেখানে স্পষ্ট লেখা, কাশীর গঙ্গা ঘাটে অহিন্দুদের প্রবেশ নিষেধ। বজরং দলের কাশী মহানগরের আহ্বায়ক নিখিল ত্রিপাঠী রুদ্র বলেছেন, এখন হিন্দু সমাজকে তাদের শক্তি দেখাতে হবে এবং তাদের ধর্ম ও সমাজ রক্ষায় এগিয়ে আসতে হবে। সবকিছু সরকারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। মন্দিরে বা গঙ্গার ঘাটের ধারে যেখানেই কোনও বিধর্মী প্রবেশ করবে, তাকে ঘটনাস্থলেই ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। তবে পোস্টার সরানো কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সমাজবাদী পার্টি। তাদের বক্তব্য, এটা বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় মেরুকরণের ষড়যন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্দিরের সঙ্গে যুক্ত এবং সমাজবাদী পার্টি যুবজন সভার জেলা সভাপতি কিষাণ দীক্ষিত বলেছেন, ‘বারাণসীতে সমস্ত ধর্মের মানুষেরা এঁকে অন্যের পবিত্র স্থানকে সম্মান করে’।
বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল কাশীর সমস্ত মন্দিরে এই ধরনের পোস্টার লাগানোর পরিকল্পনা নিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের রাজেন গুপ্তা বললেন, ‘মন্দির এবং গঙ্গার ঘাট হল সনাতন ধর্মের লোকদের বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা, এখানে অন্য ধর্মের মানুষের কী কাজ’? বিশ্ব হিন্দু পরিষদের মহানগর সভাপতি কানহাইয়া সিং বলেছেন, ‘ধর্ম রক্ষার জন্যই এমন করা হচ্ছে’।