আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ক্রমশই আরও চওড়া হচ্ছে তার থাবা। এরই মধ্যে চিন্তা বাড়িয়ে চলেছে দেশের উর্ধ্বমুখী কোভিড গ্রাফ। এবার যেমন সাত মাস পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেল৷ বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ ছিল ৯০ হাজার ৯২৮। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৫২ লক্ষ ২৬ হাজার ৩৮৬। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৩০২ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮।
এদিকে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন। আবার, দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তেই ফের বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় তা বেড়েছে প্রায় ৮৬ হাজার। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন।