আতঙ্কের নয়া নাম ওমিক্রন। ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ক্রমশই আরও চওড়া হচ্ছে তার থাবা। দেশের সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে রাজ্যেও। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত বাড়ি থেকে কাজের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে নিজেকে যতটা সম্ভব গৃহবন্দি করে রাখাই বাঞ্ছনীয়। কারণ, তাঁর নবান্নে আসা মানে নিরাপত্তারক্ষীদের ব্যস্ততা। ব্যস্ত হবে রাজ্য পুলিশ ও প্রশাসন। তিনি কোনও ভাবেই তাঁদের ঝুঁকির মুখে ফেলে দিতে চাইছেন না।