নতুন বছরেও দাপট কমছে না ওমিক্রনের। পাল্লা দিচ্ছে করোনা সংক্রমণও। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে দেশ তথা বিশ্বজুড়েই বাড়ছে সংক্রমণ। একমাসেই বিশ্বের ১১৭টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজারের কাছাকাছি। ওমিক্রন নিয়ে আতঙ্কের মাঝেই এবার করোনা সংক্রমিত দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি যে করোনা আক্রান্ত সেকথা নিজেই টুইট করে জানিয়েছেন কেজরি। টুইটে তিনি লিখেছেন, ‘আমি করোনা পজিটিভ। সংক্রমণ খুবই মৃদু। আমি বাড়িতে নিজেকে আইসোলেট করেছি। বিগত কিছুদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তারা নিভৃতবাসে থাকুন এবং দ্রুত করোনা পরীক্ষা করান’।
সোমবার দিল্লীতে কোভিড সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ছিল ৬.৪৬ শতাংশ। প্রশাসন সূত্রে খবর, যদি সংক্রমণের হার লাগাতার দু’দিনের বেশি ৫ শতাংশের উপরে থাকে, তা হলে সরকার চূড়ান্ত সতর্কতা এবং কঠোর বিধিনিষেধ জারি করতে পারে। বর্তমানে রাজধানীতে হলুদ সতর্কতা বহাল রয়েছে। ওমিক্রনের জেরে দিল্লীতে সংক্রমণের ছবিটা আমুল বদলে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, জিন পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ৮১ শতাংশের ওমিক্রন ধরা পড়েছে। সোমবার দিল্লীতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন।
রাজধানীর সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ করা উচিত, তা স্থির করতে মঙ্গলবার জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। এরই মধ্যে খবর এল, মুখ্যমন্ত্রী স্বয়ং কোভিড আক্রান্ত।