এবার খোদ দলের বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে তাঁকে জমি মাফিয়া তকমা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অভিযুক্ত বিধায়ক আশিস কুমার সাহাকে জেলে পোরা হবে, কেউ তাঁকে বাঁচাতে পারবে না বলে হুমকিও দিয়েছেন তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যে ত্রিপুরায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব আবার প্রকাশ্যে এসে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর অবস্থানে, তাঁকে চ্যালেঞ্জ করেছেন অভিযুক্ত বিজেপি বিধায়ক আশিস কুমার সাহা। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী আগে অভিযোগের প্রমাণ করুন এবং যদি পারেন তো ব্যবস্থা নিন। উল্লেখ্য, বিপ্লবের মন্তব্যের একদিন আগে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন উজ্জয়ন্ত প্যালেসের সামনে থাকা একটি অফিসের কিছু অংশ ভেঙে দেয়। এই অফিসটি গত ৩০ বছর ধরে বাম-বিরোধী সরকারি কর্মীদের ইউনিয়ন অফিস বলেই পরিচিত। যার নেতৃত্বে বিজেপি বিধায়ক আশিস কুমার সাহা।