স্কুলে শপথ গ্রহণ করছেন ছাত্ররা। আর শপথবাক্য হিসেবে তাঁদের মুখে শোনা যাচ্ছে, ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য লড়াই করতে হবে, প্রয়োজনে মরতে হবে বা মারতে হবে। তবুও যেমন করেই হোক ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে! সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার শপথ গ্রহণ অনুষ্ঠানের ওই ভিডিয়োটি বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সোনভদ্রার একটি স্কুলের বলে জানা গিয়েছে। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
যোগী রাজ্যের ওই স্কুলের ছাত্ররা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য শপথ গ্রহণ করেছে। শপথ গ্রহণের সময় ওই ছাত্রদের বলতে শোনা যাচ্ছে, ‘ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য লড়াই করতে হবে, প্রয়োজনে মরতে হবে বা মারতে হবে। তবুও যেমন করেই হোক ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হবে।’ তবে শুধুমাত্র এই একটি ভিডিয়োই নয়। সম্প্রতি উত্তরপ্রদেশের রুপাইডিহা ও নাগপুরের এরকম আরও দুটি শপথ গ্রহণের ভিডিয়ো ভাইরাল হয়েছে। প্রত্যেকটি ভিডিওতেই ছাত্র-ছাত্রীদের প্রায় একই কথা বলে শপথ গ্রহণ করতে দেখা যাচ্ছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এমনকী শপথ গ্রহণের সময় তাঁদের বক্তৃতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
