এবার কলকাতা কর্পোরেশনে করোনা আতঙ্ক। কোভিডে আক্রান্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। অতিমারির ছোবলে আক্রান্ত মেয়র ফিরহাদ হাকিমের ঘরের আরও এক কর্মীও। এখনও পর্যন্ত কলকাতা কর্পোরেশনে করোনা আক্রান্ত ২২ থেকে ২৫ জন। বরো চেয়ারম্যান সাধনা বসু করোনায় আক্রান্ত হওয়ার পর এবার কলকাতা পুরসভায় ফের করোনার থাবা।
সূত্রের খবর, শপথ গ্রহনের পরই তিনি অসুস্থতা বোধ করেন। পুরো অনুষ্ঠানে না থেকেই তিনি বাড়ি ফিরে যান। রাতেই তাঁর জ্বর আসে, সেই সঙ্গে কাশি। এরপরই চিকিৎসকদের পরামর্শে তিনি করোনা পরীক্ষা করান। বৃহস্পতিবার রিপোর্ট আসতেই জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
স্বপন সমাদ্দার কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁকে মেয়র পারিষদের দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে ৪ নম্বর বরো চেয়ারম্যান সাধনা বসু এবং উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক তাপস রায়ও করোনা আক্রান্ত হন। তিনিও নবনির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, স্বপনবাবু এখন বাড়িতেই আছে। তাঁর উপসর্গ বলতে গলায় ব্যাথা রয়েছে। আরও জানা যাচ্ছে, মেয়রের দফতরে কর্মরত আরও এক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার শপথ নিয়েছিলেন মেয়র ও মেয়র পারিষদরা। এরপরই বুধবার করোনা আক্রান্ত হন পুরসভার ৪ নং বরো চেয়ারম্যান সাধনা বসু। একদিনের মধ্যেই মেয়র পরিষদ (বস্তি উন্নয়ন) স্বপন সমাদ্দার করোনায় আক্রান্ত হলেন।