এবার করোনায় আক্রান্ত হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ লুইজিনহো ফালেইরো। এদিন নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগে করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূলের রাজ্যসভার আর এক সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার সকালে টুইটে এ খবর জানান তিনি। তার ঠিক ২০ মিনিট পর নিজের করোনা সংক্রমণের খবর দেন ফালেইরো।
নিজের টুইটার হ্যান্ডলে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি লিখেছেন, ‘চিকিৎসকের পরামর্শ মেনে আমি নিভৃতবাসে থাকছি। যাঁরা বিগত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের নমুনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ জানাচ্ছি।’
