এবার জাগো বাংলার সম্পাদকীয়তে রাজ্যপালকে বেনজির আক্রমণ শানাল তৃণমূল। সম্পাদকীয়তে ধনকরকে বঙ্গশত্রু তকমা দিয়ে লেখা হয়েছে, প্রত্যাখ্যাত বিজেপির শূন্যতা ঢাকার চেষ্টা করছেন ধনকর।
জাগো বাংলায় বলা হয়েছে, বিজেপি বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে। একুশের নির্বাচন তো বটেই, কলকাতা পুরভোট থেকে শুরু করে উপনির্বাচনে বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে। তাদের শূন্যতা ঢাকার দায়িত্ব নিয়েছেন রাজ্যপাল। এমনকি এটাও বলা হয়েছে, সিপিএম জমানা থাকলে রাজ্যপাল আজকে দার্জিলিঙে যেতে পারতেন না। অশান্ত থাকত পরিবেশ। শান্ত পরিবেশের সুযোগ নিয়ে দার্জিলিঙে গিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করা হচ্ছে। এমনটাও বলা হয়েছে জাগো বাংলায়।
বিজেপি-র বঙ্গভঙ্গ তত্ত্বের বিষয়টিও উঠে আসে এই প্রসঙ্গে। লেখা হয়, ‘বিজেপির সাংসদ বিধায়করা বলে চলেছেন, বাংলাকে ভাগ করতে হবে। পাহাড়ে আলাদা রাজ্য চাই। ধনকর নীরব। তখন তাঁর টুইট আসে না। শান্ত পাহাড়ে প্ররোচনা দিচ্ছে বিজেপি। ধনকর প্ররোচকদাতাদের দিকে…”
রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাত ক্রমশই তীব্র হচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতিতে বিষয়টা একেবারেই প্রকাশ্যে আসছে বারবার। সাংবিধানিক এক্তিয়ার নিয়ে নাম না করে রাজ্যপালকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় লোকায়ুক্ত নিয়োগ সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি প্রত্যেকেরই একটা সাংবিধানিক গণ্ডি রয়েছে। সেটা মেনে চলা উচিত। আমার যা কাজ আমি করব। ওঁর যা কাজ উনি করবেন’।