অতিসম্প্রতিই ‘মিশনারিজ অফ চ্যারিটি’র সবক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। যার বিরদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন গুরুতর অভিযোগ আনলেন। তিনি দাবি করলেন যে, স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনাকে চেপে দিয়ে অন্য রূপ দিতে চাইছে। তিনি জানান যে দেশের বিরোধীপক্ষ এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করবে।
প্রসঙ্গত, মোদী সরকারের এই আচরণের তীব্র বিরোধিতা করে আগেই টুইটারে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, কেন্দ্রের এই পদক্ষেপের জেরে মাদার টেরিজার এই স্বেচ্ছাসেবী সংগঠনের ২২ হাজার রোগী এবং কর্মী ওষুধ ও খাবার থেকে বঞ্চিত হচ্ছেন।