প্রতিবারই ক্রিসমাস ইভে চার্চের ক্যারলে অংশ নিতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারও তার অন্যথা হলো না। ক্রিসমাসের আগের রাতে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানে আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর চার্চের ক্যারলের পুরো অনুষ্ঠানটি বসে দেখেন তিনি।
প্রসঙ্গত, করোনা আবহে কেটেছিল গত বছরের বড়দিন। আতঙ্কে বাড়ি থেকে বেরোননি অনেকেই। তবে চলতি বছর করোনা আতঙ্ক কাটিয়ে রাস্তায় বেরিয়েছেন সাধারণ মানুষ। আলোয় ভরা পার্ক স্ট্রিটে ক্রিসমাস ইভ থেকেই মানুষের ঢল। ইতিমধ্যেই চার্চে ভিড় জমতে শুরু করেছে। কারও গন্তব্য আবার বো বারাক। এক কথায় বলাই যায়, উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন আমজনতা।