আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। ক্রমশ চওড়া হচ্ছে তার থাবা। এর মধ্যে চিন্তা বাড়িয়ে ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে এই স্ট্রেনে আক্রান্ত ৪১৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৭৯ হাজার ৫২০ জন।
এদিকে, দেশে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন মোট ৩ কোটি ৪২ লক্ষ ২৩ হাজার ২৬৩ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ২৮৬ জন। আবার, প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭৭ হাজার ৩২ জন।