প্রতি বছরই ক্রিসমাস ইভে চার্চের ক্যারলে অংশ নিতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারও তার অন্যথা হলো না। ক্রিসমাসের আগের রাতে প্রতি বছরের মতো নিয়ম করে ব্রেবোর্ন রোডের প্রাচীন পর্তুগিজ গির্জার প্রার্থনাসভায় উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দা ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোসারিতে ক্রিসমাস ইভের প্রার্থনা করেন। তারপর কোভিড বিধি মেনে চলার পরামর্শও দেন। টুইট করে মমতা লিখেছেন, ‘সকলকে বড়দিনের শুভেচ্ছা।
উৎসবের দিনগুলো সকলের জন্য আনন্দ বয়ে আনুক। আনন্দ করুন তবে কোভিড বিধি মেনে।’ নিজের ফেসবুক পোস্টেও বড়দিনে কোভিড বিধি মেনে চলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মমতা লিখেছেন, ‘উৎসবের সময় সকলেই কোভিড বিধি মেনে চলুন, এই আবেদনই করছি। সবসময় মাস্ক পড়ুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সারা বিশ্বের সকল ভাইবোনেদের বড়দিনের শুভেচ্ছা জানাই। ভ্যাটিক্যান থেকে গোয়া, মেঘালয় থেকে কলকাতা, সকলকে উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সকলে বড়দিনে সুখের স্মৃতি বুনুন তবে কোভিড বিধি মেনে।’