গত জুলাই মাসে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এরপরে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। অবশেষে শুক্রবার পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করে তৃণমূলে যোগ দিয়েছেন বিনয় তামাং। জিটিএ নির্বাচনের আগেই কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু এবং মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। এদিন তৃণমূলে যোগ দিয়ে বিনয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি। তিনি আরও বলেন, জাতীয় দলে যোগ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন করতে চান।
উল্লেখ্য, বিনয় তামাং তৃণমূলে যোগ দেওয়ার পরে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতিতে বড় বদল আসতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরের সময়ে জিটিএ নির্বাচনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামি বছরের শুরুতেই হতে চলেছে এই নির্বাচন। তার প্রাক্কালে বিনয়ের তৃণমূলে যোগদান স্পষ্ট করে দিচ্ছে যে পাহাড়ে এবার নিজেদের জমি আরও শক্ত করার চেষ্টা করবে তৃণমূল।
