বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদদের নাম ঘোষণা করেন। কলকাতার মেয়র হিসেবে ফের ফিরহাদ হাকিমেই ভরসা রেখেছেন মমতা। ডেপুটি মেয়র করা হয়েছে অতীন ঘোষকে। চেয়ারম্যানও করা হয়েছে মালা রায়কেই। সেই ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে তুলে আনেন কলকাতার প্রাক্তন মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের কথা।
এদিন দলের নব নির্বাচিত কাউন্সিলরদের শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী। স্বাগত জানান বিরোধী দলের জয়ীদেরও। সেই সময়ই মমতা বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায়কে আজ খুব মিস করছি। তিনি যখন মেয়র হলেন, সেই বার বোর্ড গঠনের আগে নিজাম প্যালেসে কাউন্সিলরদের টানা তিনদিন রাখতে হয়েছিল। যাতে ছিনিয়ে না নেয়। আমাদের সংখ্যাও কম ছিল। আজ মিস করছি সুব্রত দাকে। সুব্রত দার চলে যাওয়া আমাদের কাছে গ্রেট লস।’ উল্লেখ্য, চলতি বছর কালীপুজোর দিন প্রয়াত হয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। কলকাতার মেয়র হিসেবে তাঁর কর্মকালকে পুরসভার স্বর্ণযুগ বলে থাকেন অনেকেই। সেই সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ এদিন নব নির্বাচিত কাউন্সিলরদের সামনে তুলে ধরে একপ্রকার বার্তাই দিলেন তৃণমূল নেত্রী।
