গণনা শুরু হতেই শাসকদলের মুখে হাসি। প্রাথমিক রাউন্ডের গণনাতে এগিয়ে রয়েছে শাসকদল। সাতসকালেই গণনাকেন্দ্রে দেখা গেল ফিরহাদ হাকিমকে। সঙ্গে ছিলেন তিন মেয়েও। বললেন, ‘মানুষের যেটা রায়, সেটাকে আমরা সবাই সম্মান করব’।
কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে বলেই তো, তারা এতদিন ধরে লড়ল। এটা ইমোশনের জন্য লড়েছেন। আমি তো আর কাউকে টাকা দিই নি, খাবার দিইনি, গিফট দিই নি। ওঁদের ইমোশনটাকে সম্মান দিতে হবে। তাঁদের ইমোশনের বহিঃপ্রকাশ হবে না, সেটা বলা যাবে না’।
বিজয়োল্লাস সম্পর্কে তিনি বলেন, ‘আমরা কোভিড পরিস্থিতিতে বিজয়োল্লাস করতে বারণ করেছি। তবে এটা ঠিক এতদিন ধরে তারা পরিশ্রম করল, এতদিন ধরে লড়ল। এবার সাফল্য আসলে তার তো একটা বহিঃপ্রকাশ হবেই। তারাও চিৎকার করে উঠবে’।
গণনার ঘণ্টা খানেকের মধ্যেই একশোর বেশি আসনে এগিয়ে তৃণমূল। ৩ টিতে বিজেপি, ১ টিতে কংগ্রেস, ২টিতে বামেরা । প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে মোট ৩ হাজার পুলিশকর্মী। প্রতি কেন্দ্রেই মোতায়েন রয়েছেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও।