মোদী জমানায় গত ৭ বছরে দেশের বহু ছাত্রছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগই বড় বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মেধাবী পড়ুয়া ছিলেন। শতাধিক ছাত্রছাত্রী এমনভাবে নিজেদের জীবন শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন বলে লোকসভায় জানিয়েছে কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার লোকসভায় ছাত্রছাত্রীদের আত্মহত্যার একটি খতিয়ান দিয়েছেন। সেখানে দেখা গেছে ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত পরিসংখ্যান বলছে দেশে মোট ১২২ জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আর তাদের মধ্যে ১১১ জনই আইআইটি আইআইএমের মতো নামী প্রতিষ্ঠানের পড়ুয়া ছিল।
এই আত্মহত্যার ঘটনাগুলির মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ঘটনাই সবচেয়ে বেশি। মোট ৩৭টি সুইসাইডের ঘটনা রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। শুধু তাই নয়, এদের মধ্যেও তফশিলি জাতি, উপজাতির মতো পিছিয়ে পড়া গোষ্ঠীর পড়ুয়াদের আত্মহত্যার পরিসংখ্যান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েই সবচেয়ে বেশি।
দেখা গিয়েছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পর ছাত্রছাত্রীদের আত্মহত্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে আইআইটি। সেখানে গত ৭ বছরে ৩৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়ারাও আছে। এনআইটিতে গত ৭ বছরে ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। তালিকায় রয়েছে আইআইএসও।