মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই দাবি করে থাকেন, ‘এগিয়ে বাংলা’। এই দাবি যে আদৌ ভ্রান্ত নয়, একাধিকবার মিলেছে তার প্রমাণ। এবার ফের নয়া পালক বাংলার মুকুটে। এবার ১০ কোটি কোভিড টিকাকরণের মাইলফলক ছুঁল বাংলা। সোমবার রাজ্যের টিকাকরণে এই নতুন রেকর্ড তৈরি হয়েছে।
জানা গিয়েছে, এই ১০ কোটির মধ্যে ৬ কোটি ২৩ লক্ষের বেশি মানুষ পেয়েছেন কোভিডের প্রথম ডোজ। এবং দ্বিতীয় ডোজ এখনও পর্যন্ত পেয়েছেন ৩ কোটি ৬১ লক্ষের বেশি মানুষ। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী সোমবার দুপুর পর্যন্ত এ রাজ্যে মোট ৬৫ হাজার ৮৯ জন টিকা নিয়েছেন। তাঁদের মধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন পেয়েছেন ৪ হাজার ৫৮৪ জন। এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেয়েছেন মোট ৬০ হাজার ৫০৫ জন। কমন ভ্যাকসিনেশন সেন্টারের সংখ্যা ১ হাজার ৪২৪টি।