ফের ৮২ নম্বর ওয়ার্ডে সবুজ সুনামি। সেখানে বিপুল ভোটে জয়ী কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। ‘ববি’র ওপরই ভরসা রেখেছেন ওয়ার্ডের মানুষ। জয়ের পর তিনি বলেন, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষ মমতাদির উন্নয়নের উপর ভরসা রেখেছেন। এই জয় মানুষের বিশ্বাসের জয়।’
প্রসঙ্গত, এই পুরভোটে ফিরহাদ আদৌ প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়ে একটা সময় পর্যন্ত অনিশ্চয়তা ছিল। মনে করা হয়েছিল, পুরভোটের প্রার্থীতালিকায় ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মানতে পারে তৃণমূল। কিন্তু অবশেষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ফিরহাদ-সহ কলকাতার ছয় বিধায়ক এবং এক সাংসদকে মনোনয়ন দেওয়া হয়।
তবে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে যেগুলিতে জয় নিয়ে তৃণমূলের কোনও দ্বিধা ছিল না, তার মধ্যে অবশ্যই ছিল ৮২ নম্বর। শুধু এই ওয়ার্ড নয়, বন্দর বিধানসভা এলাকার সাতটি ওয়ার্ডে জয়ের জন্যই তৃণমূল তাকিয়ে ছিল ফিরহাদের দিকে। সাতে-সাত পেয়ে তিনি বুঝিয়ে দিলেন, বন্দর নামক ‘দুর্গ’টি অক্ষত রয়েছে তৃণমূলের। তবে মেয়র পদের জন্য তিনি কতটা এগিয়ে রইলেন, সে প্রশ্নের উত্তর মিলবে আগামী ২৩ তারিখ।