কলকাতা পুরনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। জয়ের পরই কলকাতাবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোট জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি টুইটে লেখেন, “মনে রাখবেন কৃতজ্ঞতার সঙ্গে মানুষের কাজ করতে হবে।” তাঁর দলের উপর ফের একবার ভরসা রাখার জন্য তিনি শহরবাসী ধন্যবাদ জানিয়েছেন।
পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, “কলকাতাবাসী আবারও প্রমাণ করলেন, বাংলা হিংস ও বিদ্বেষমূলক রাজনীতির জায়গা নয়।” এই বিপুল জনাদেশের জন্য তিনিও প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন। কলকাতার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন বলেও জানান তিনি।
এছাড়া দলীয় তরফে টুইটারে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র কলকাতাবাসীকে ধন্যবাদ জানানো হয়েছে। টুইটে লেখা হয়েছে, “মানুষের আশীর্বাদ ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমাদের উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আগামী বছরগুলিতে কলকাতার অগ্রগতির কাজ করতে তৃণমূল দৃঢ়প্রতিজ্ঞ।”