সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রচারের অভিযোগ উঠল বাম প্রার্থীর বিরুদ্ধে। যার জেরে শনিবার সকালে উত্তেজনা ছড়াল ঢাকুরিয়া অঞ্চলে। অভিযোগ, ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। তাঁর অনুগামীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রতীক দেওয়া ভোটার স্লিপ বিতরণ করেন। শুধু তাই নয়, ওয়ার্ডের মৃত ভোটারদের ভোটার কার্ড পরিবারের থেকে সংগ্রহ করেন তিনি। ভিডিও প্রকাশ করে এই অভিযোগ করেন তৃণমূল প্রার্থী অভিষেক মুখোপাধ্যায়।
এরপর যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে সিপিআই। তদের পাল্টা অভিযোগ, বহিরাগতরা ওয়ার্ডে ঢুকেছেন। তাঁদের পরিচয় জানতেই ভোটার আই কার্ড দেখছিল তারা। কিন্তু প্রশ্ন উঠেছে, কোনও অভিযোগ থাকলে থানায় না জানিয়ে বামপ্রার্থী নিজে কেন ময়দানে নেমেছেন? সেই কথার উত্তর অবশ্য মেলেনি তাঁর থেকে।
