উত্তরের পর এবার দক্ষিণ। পুরভোটের আগে দক্ষিণ কলকাতায় শেষ লগ্নের প্রচারে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বালিগঞ্জ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। যা শেষ হওয়ার কথা কালীঘাটে। রাস্তার পাশে সাধারণের ঢল নামে এদিন। তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। এদিন অভিষেকের সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, সুব্রত বক্সী-সহ দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্ব। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য বাড়ির ছাদ, জানলাতেও ভিড় করেছিলেন শহরের বাসিন্দারা। দক্ষিণ কলকাতার পুর প্রার্থীদের জন্যই এই প্রচারে বেরিয়েছিলেন অভিষেক।
রবিবার অর্থাৎ ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। এদিনই প্রচারের শেষ দিন। গোয়া থেকে ফিরেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করেছেন অভিষেক। বলা চলে, শেষবেলায় বাজিমাৎ করেছেন তিনি। তাঁর মিছিল ঘিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার উত্তর কলকাতায় প্রচার করেছিলেন অভিষেক। বড়বাজারের রাজাকাটরা থেকে রোড শো শুরু হয়েছিল। তা শেষ হয় বউবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে।
ওইদিন অভিষেকের গাড়িতে ছিলেন ইন্দ্রনীল সেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, শশী পাঁজা, তাপস রায়রা। মিছিলে ছিলেন উত্তর কলকাতার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা। মহাত্মা গান্ধী রোড, কালীকৃষ্ণ ঠাকুর রোড হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে পৌঁছেছিল ওই রোড শো। যুব নেতাদের ভিড় নজর কেড়েছিল ওইদিন। এদিনও এর ব্যতিক্রম হয়নি।
এদিকে পুরভোটের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও পুরোদমে প্রচার শুরু করেছেন। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একাধিক সভায় প্রচার করেছেন তিনি। বাঘাযতীন, বেহালার মতো এলাকায় সভা করেন তিনি। বলেন, ‘ভোট দিন, বাংলাকে বিশ্বসেরা করে দেখাব।