সম্প্রতি ভবানীপুর উপনির্বাচনে জয়ের পর ভাতৃবধূদের পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ভাতৃবধূকে পুরভোটের টিকিট দিয়ে বড় চমক দিয়েছেন তৃণমূল নেত্রী। খোদ নিজের ওয়ার্ডেই ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন তিনি। আর গুরুদায়িত্ব পেয়ে প্রচারের শেষ কয়েক দিনেও সকাল থেকে রাত ডোর টু ডোর পৌছে যাওয়ার চেষ্টা করছেন কাজরীও। তবে মনোনয়ন দাখিলের পর থেকেই শুরু হয়েছে তাঁর বিষয়আশয় নিয়ে জোর আলোচনা। বিরোধী দলগুলির বেনজির আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাঁকে। এ নিয়ে মুখ খুলেই এবার কাজরী সাফ জানিয়ে দিলেন, কোটি টাকা খেটে রোজগার করা। তাই কারও অভিযোগের জবাব দেবেন না তিনি।
প্রথমবার ভোট যুদ্ধে নেমেই এমন আক্রমণের মুখে পড়তে হবে ভাবেননি কাজরী। আক্রমণের মুখে পড়ে সংবাদ মাধ্যমের কাছে তাঁর সাফ জবাব, ‘কোটি টাকা আমরা খেটে রোজগার করেছি। এবং তার হিসেব আয়কর দফতরকে দেওয়া আছে। সেই আয়ের প্রেক্ষিতে আয়করও দিয়েছি আমরা।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয় বিরোধীদের আমাদের সরকার বা পুরসভা পরিচালনা নিয়ে কোনও কথা বলার নেই। তাই এ ভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। আমি তাদের অভিযোগের কোনও জবাব দেব না।’ উল্লেখ্য, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী কাজরীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির আর্থিক পরিমাণ প্রায় ৩ কোটি ৮৬ লক্ষ ৮২ হাজার ৯৯৯ টাকা। অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ৮৮৩ টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪১ লক্ষ ২৬ হাজার ১১৬ টাকা।