বাবার শেষকৃত্য পর্ব শেষও হল না। তার আগেই ব্রিগেডিয়ার লখবিন্দর সিংহ লিড্ডারের কিশোরী কন্যা আশনাকে নেট-দুনিয়ায় আক্রমণের অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। নীলগিরি কপ্টার দুর্ঘটনায় মৃতদের মধ্যে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়তের সঙ্গে ছিলেন আশনার বাবা ব্রিগেডিয়ার লখবিন্দর সিংহ লিড্ডারও। শুক্রবার দুপুরে বাবার শেষকৃত্যের আগে সপ্তদশী তরুণীর কোমল মুখের আড়ালে দৃপ্ত মনোভাব সকলের মন ছুঁয়ে গিয়েছিল।
আশনার নাম প্রচারিত হওয়ার পর থেকেই বিজেপি সরকার এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তাঁর পুরনো সমালোচনামূলক টুইট খুঁজে আক্রমণ করা শুরু হয়। আশনালিড্ডার নামের হ্যান্ডল থেকে করা কিছু টুইটের স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হয়। এর পরেই টুইটারে আশনার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। বিরোধীদের অভিযোগ, বিজেপির আইটি সেলের আক্রমণেই অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে সপ্তদশী আশনা।
প্রসঙ্গত, লখিমপুর খেরির পথে আটক প্রিয়াঙ্কা গান্ধীর গেস্ট হাউসের ঘর ঝাঁট দেওয়াকে কটাক্ষ করায় যোগীকে ‘নখদন্তহীন বাঘের ডাক’ বলে আক্রমণ করেছিল আশনা। এর পরেই গেরুয়া শিবিরের আইটি সেলের তরফে তাঁকে দল বেঁধে আক্রমণ করা হয় বলে অভিযোগ বিরোধীদের। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর গৌরব পান্ধীর টুইট, ‘বাবার চিতা জ্বলছে, সেই অবস্থায় সাহসী আশনাকে যোগী-বিজেপি বিরোধিতার জন্য এমন নিগ্রহ করেছে মোদী ভক্তরা, যে সে টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এটাই আরএসএস-এর ভুয়ো জাতীয়তাবাদ।’