এবারের দিল্লী সফরে গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই নতুন করে তৃণমূল ও কংগ্রেসের দূরত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। এরই মধ্যে তৃণমূলের সংসদীয় দলকে কংগ্রেসের ‘লেজুড়’ হয়ে থাকার আর কোনও প্রশ্নই নেই বলে বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের সংগঠনিক প্রসারে কংগ্রেসের গাত্রদাহ কেন বলে সরাসরি প্রশ্ন তুললেন তিনি। বুধবার কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক থেকে শুরু করে কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, সব বিষয়েই জবাব দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘কংগ্রেসের কেন এত গাত্রদাহ? আমরা নিজেদের দলের প্রসার তো করবই। বাংলায় কংগ্রেস সিপিএমকে নিয়ে, আইএসএফকে নিয়ে জোট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করবে, তার বেলা কোনও দোষের নেই? আমরা অন্য জায়গায় সংগঠন বাড়ালেই কংগ্রেসের যত আপত্তি। কেন এত আপত্তি কিসে?’
প্রসঙ্গত, তৃণমূল বাংলার বাইরে সংগঠন বিস্তারের চেষ্টা শুরু করতেই কংগ্রেস শিবির থেকে বিভিন্ন ‘অভিযোগের তীর’ ধেয়ে এসেছে। তবে সেগুলিকে যে তিনি বা তাঁর দল মোটেই গুরুত্ব দিতে রাজি নয়, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অভিষেক। পাশাপাশি, দলের সংগঠন বিস্তারে তৃণমূলের লক্ষ্য যে বৃহৎ, সে কথা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। তাঁর বক্তব্য, ‘সংগঠন বিস্তারের বিষয়ে একটা কথা বলতে পারি। আমরা যেখানে যাব সেখানে থার্ড বা ফোর্থ হওয়ার জন্য যাব না। হয় ক্ষমতা দখল অথবা প্রধান বিরোধীদল হাওয়াই লক্ষ্য।’ তিনি আরও বলেন, কোনও রাজ্যের ঘটনা নিয়ে আমরা সরব হচ্ছি মানেই এই নয় যে সেখানেই আমাদের দলের সংগঠনের বিস্তার করতে চলেছি। আফস্পা নিয়ে আমাদের দাবি, কেন্দ্র এ বিষয়ে অবস্থান স্পষ্ট করুক। নাগাল্যান্ডে জোর করে প্রতিনিধি দল পাঠাতে পারতাম, কিন্তু এটা জোর করার বিষয় নয়। বা সেখান থেকে কোনও রাজনৈতিক সুবিধা পাওয়া নয়। এখানে সবথেকে বড় বিষয় হল মানবিকতার প্রশ্ন।
