বুধবার চপার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। মৃত্যু হয়েছে সেনা কপ্টারে সওয়ার আরও ১২ জনের। রাওয়াতের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন রাওয়াতের প্রয়াণে। শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
টুইটারে মমতা লিখেছেন, “আজ কুন্নুরে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও সেনাবাহিনীর ১১ জনের মর্মান্তিক মৃত্যুতে মর্মাহত। এই অপূরণীয় ক্ষতিতে গোটা দেশ শোকগ্রস্ত। তিনি যে সাহসিকতা এবং একাগ্রতার সঙ্গে দেশের সেবা করেছেন, তা মনে রাখা হবে।”
