বরাবর মোদী সরকার বাংলাকে বঞ্চিত করলেও উন্নয়নের কাজ থামেনি। মালদায় বুধবার এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালদায় প্রশাসনিক বৈঠক করেন মমতা। “কোনও ভুল হয়ে থাকলে ধরিয়ে দিন, ঘোঁট পাকাবেন না। ঠিকঠাক প্রকল্পের রূপায়ণ করতে হবে”, প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। জানালেন, কাজে কোনওরকম দেরি করা যাবে না। ১-১০ জানুয়ারি এবং ২০-৩০ জানুয়ারি ফের দুয়ারে সরকার প্রকল্প।
এক নজরে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর বক্তব্যের বাকি বিষয়গুলি :
ক) ১ থেকে ১০ জানুয়ারি ও ২০-৩০ জানুয়ারি দুয়ারে সরকার ক্যাম্প।
খ) পাড়ায় পাড়ায় দুয়ারে রেশন প্রকল্প চালু হবে।
গ) চাকরির ক্ষেত্রে স্থানীয় ভাষা জানতে হবে।
ঘ) চাকরির ক্ষেত্রে রাজ্যের ছেলে-মেয়েদের অগ্রাধিকার।
ঙ) মৎস্যজীবী কার্ড ও আর্টিসন কার্ডে গুরুত্ব।
চ) রাজ্যবাসীকে জলকর দিতে হবে না।
ছ) মালদায় ১৬ একর জমিতে পোল্ট্রি ফার্ম।