শান্তিপূর্ণ ভোট করতে হবে। কোনও রকমের অশান্তি করা যাবে না। যদি কোনও প্রার্থী বা ওই এলাকায় দল অশান্তি করে, মারপিট করে তাহলে দল তাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে ব্যবস্থা নেবে। এবার কলকাতা পুরসভা নির্বাচনের ১৪৪ জন প্রার্থীকে ডেকে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন হাজরার মহারাষ্ট্র নিবাস হলে কলকাতার ১৪৪ জন প্রার্থীকে নিয়ে বৈঠক করেন অভিষেক। সেখানে একটাই কথা পইপই করে তৃণমূলের তরুণ নেতা বলেছেন, তা হল মহানগরের ভোট যেন শান্তিপূর্ণ হয়। তৃণমূলের এক প্রার্থী বলেন, অভিষেক নির্দেশ দিয়েছেন জোর করে ভোট করানো যাবে না। বিরোধীদের কাছেও ভোট ভিক্ষা করার কথা বলেছেন। কোনও তৃণমূল প্রার্থী যেন অতিরিক্ত আত্মবিশ্বাসী না হন।
