আজ, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আর সেখানে কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে কোনও আলোচনা চাইছে না মোদী সরকার। যাএ ফলে শীতকালীন অধিবেশনের শুরুতেই লোকসভায় শুরু হয়ে গিয়েছে তুমুল বাক বিতণ্ডা। একদিকে বিরোধীদের দাবি আইন প্রত্যাহার করার আগে আলোচনার সময় বরাদ্দ হোক। অন্যদিকে, সরকারের বক্তব্য, কৃষি আইন নিয়ে আগেই ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভা আইন প্রত্যাহারের সম্মতিও দিয়েছে। তাই আলোচনার প্রয়োজন নেই। একদিকে সরকার যখন এই আইন প্রত্যাহারের মামলায় আলোচনা ছাড়াই এগাতে উৎসুক, উল্টোদিকে বিরোধীদের বক্তব্য সংসদে যে কোনও বিল পেশ হলে তা আলোচনার পরেই পাস করার নিয়ম। আলোচনা ছাড়া কৃষি আইন প্রত্যাহার করতে নারাজ বিরোধীরা। এই নিয়েই লোকসভা উত্তাল ছিল প্রথম অর্ধে।
প্রসঙ্গত, সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিন, কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে অধিবেশনের শুরুতেই হই-হট্টগোল শুরু করেন বিরোধীরা। বেলা বারোটা পর্যন্ত সংসদের দুই কক্ষেরই অধিবেশন মুলতুবি হয়ে যায়। কথা মতো সংসদে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করবেন এই অধিবেশনের শুরুতেই। সোমবারই লোকসভায় বিল প্রত্যাহারের পর তা রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার যে কোনও বিষয়ে বিতর্কে রাজি। আমরা বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে তৈরি। আসুন, আমরা স্পিকার ও সংসদের গড়িমা অক্ষুণ্ণ রেখে বিতর্কে যোগ দিই।’ যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে নস্যাৎ করে টুইটে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। আলোচনাই ছাড়া এই সরকারের একের পর এক বিল পাস নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি।
