দিল্লী সফর শেষ করেই এবার তাঁর মুম্বই সফরে যাওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ নভেম্বর বাণিজ্য নগরী যাচ্ছেন তৃণমূল নেত্রী। বুধবার দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরই এ কথা ঘোষণা করেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘আগামী ৩০ তারিখ আমি মুম্বই যাব।
সেখানে ওয়াইপিও শিল্প সম্মেলনে অংশ নেব। আমাদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে।’ মুম্বইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের তালিকায় রয়েছে কোন কোন হেভিওয়েট রাজনীতিবিদ? এর উত্তরে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি উদ্বব ঠাকরের সঙ্গে দেখা করব। উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শুনেছি এখন তিনি ভালো আছেন। তাই ওঁর সঙ্গে দেখা করব। এছাড়াও আমি শরদ পাওয়ারের সঙ্গে দেখা করব।’