বিজেপি-র বিরুদ্ধে বিরোধীদের সর্বাত্মক জোট। এ জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতেও আপত্তি নেই সিপিআইএমএল লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যর। একটি সংবাদমাধ্যমের লাইভ শো-তে এসে এমনটাই জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে সিপিআইএমএল লিবারেশনের এই শীর্ষ নেতা বলেন, ‘বিজেপি-র বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রে একটা ব্যাপকতম জোট দরকার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক জন শক্তিশালী নেতা। তৃণমূল একটা শক্তিশালী দল।’ তাঁর কাছে বিজেপি-ই এক মাত্র রাজনৈতিক ‘শত্রু’। দীপঙ্করের মতে, ‘নরেন্দ্র মোদীর এই সরকার দেশের জন্য বিপর্যয়। ২০২৪-এ সেই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা দরকার’।
তবে তৃণমূলকে সর্বভারতীয় দল মানতে নারাজ দীপঙ্কর। তাঁর কথায়, ‘আমার কাছে তৃণমূল সর্বভারতীয় দল না হলেও, বাংলায় যেটা করছে সেটা যথেষ্ট। এর পরে ত্রিপুরা বা আসামে কিছু হলে সেটা বাড়তি’। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। মমতার ঝুঁকি নেওয়ার প্রবণতার উল্লেখ করে তাঁর প্রশংসাও করেন দীপঙ্কর।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে জোট হবে কি না সেই প্রসঙ্গে বলতে গিয়ে লিবারেশনের শীর্ষ নেতা বলেন, ‘তৃণমূল গুরুত্বপূর্ণ দল। তাই বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে ওদের সঙ্গে জোট বাঁধতে আমাদের কোনও আপত্তি নেই’।