এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মোদী সরকারকে তুলোধনা করে কেসিআর বলেন, ‘মিথ্যে কথা বলছে কেন্দ্রীয় সরকার। ২০১৪ সালে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৫ মার্কিন ডলার। আর এখন ৮৩ মার্কিন ডলার। সেখানে বিজেপি সরকার মানুষকে মিথ্যে কথা বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।’
এখানেই থেমে না থেকে কেসিআর বলেন, ‘গত সাত বছর ধরে বিজেপি কী করেছে? ভারতের জিডিপি বাংলাদেশ-পাকিস্তানের থেকে নীচে নেমে গিয়েছে। সেখানে অযথা কর বাড়িয়ে যাচ্ছে। তাই আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই জারি রাখব। আর পেট্রোল-ডিজেলের দাম কমাতে ধরনায় বসব।’
এরপরই বিজেপি নেতারা বলে থাকেন কেসিআরের বিরুদ্ধে মামলা দায়ের করব এবং তাঁকে জেলে পাঠাবো। এই প্রসঙ্গ টেনেই চরম হুঁশিয়ারি দিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা আপনার জিভ কেটে নেব, যদি কোনওরকম আজেবাজে কথা আমাদের বিরুদ্ধে বলা হয়।’ চীন এখন অরুণাচল প্রদেশে আমাদের আক্রমণ করছে। আর কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করছে না। এমনই অভিযোগ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।