আমজনতার দুর্ভোগে খানিক স্বস্তির প্রলেপ। কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। শেষমেশ জনগণের ক্ষোভের সামনে বুধবার দুই পেট্রোপণ্যের উপর বিরাট অঙ্কের শুল্ক কমাতে বাধ্য হল কেন্দ্র। নতুন দাম এদিন মধ্যরাত থেকেই কার্যকর হবে। পেট্রোলের উৎপাদন ক্ষেত্রে ৫ টাকা এবং ডিজেলের উৎপাদনের উপর ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্র সরকার। যার জেরে উৎসবের মরশুমে অনেকটা দাম কমতে চলেছে পেট্রোপণ্যের।
উল্লেখ্য, অক্টোবর মাসভর বেড়েছে পেট্রোলের দাম। চলতি বছরে প্রায় ৩৩ টাকা বেড়েছে পেট্রোলের দাম। পাল্লা দিয়েছে ডিজেলের দামও। লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। সবমিলিয়ে জ্বালানির জ্বালায় জ্বলছিল জনতা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ চলছিল দেশজুড়ে। সরব হয়েছিল বিরোধী দলগুলি।