ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনমোহন সিং। অবশেষে দীর্ঘ ১৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দিল্লীর এইমস হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছিল অসুস্থ মনমোহন সিংকে। জানা গিয়েছিল, জ্বর এবং দুর্বলতা ছিল তাঁর। কার্ডিওলজির প্রফেশর ডা. নীতিশ নায়েকের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
দিন দশেক আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনমোহন সিং। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে সুস্থ হতে আরও কয়েকটি হাসপাতালেই থাকতে হবে তাঁকে। অবশেষে রবিবার চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিলেন।