বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে দেশে এক নাগাড়ে বেড়েই চলেছে জ্বালানির দাম। আর এই মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হয়েছে আকাশছোঁয়া। নাভিশ্বাস উঠেছে আমজনতার। তবে কেন্দ্র এখনও এ ব্যাপারে উদাসীন। তাদের কোনও হেলদোলই নেই। এই পরিস্থিতিতে মোদী সরকার যেভাবে পেট্রোল-ডিজেলের ওপর কর চাপিয়ে জ্বালানির দাম বাড়াচ্ছে, সেটাকে তোলাবাজি বলে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।
সংবাদ মাধ্যমের কাছে তিনি ব্যাখ্যা করে বলেন, কোনও ভোক্তা পেট্রোলের জন্য লিটার পিছু ১০২ টাকা দিলে, ৪২ টাকা যায় তেল কোম্পানিগুলির ঘরে। তার মধ্যে ধরা আছে অশোধিত তেলকে জ্বালানিতে পরিণত করার খরচ, কর বাবদ কেন্দ্রের ঘরে যায় ৩৩ টাকা। রাজ্য পায় ২৪ টাকা। ৪ টাকা ডিলার। ১০২ টাকার মধ্যে ৩৩ টাকা মানে প্রায় ৩৩ শতাংশ। আমার মতে, এটা তোলাবাজি!
তাঁর দেখা এতগুলি সরকারের মধ্যে প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন সরকারকে ‘সবচেয়ে লোভী’ বলে কটাক্ষ করে চিদম্বরম বলেন, অর্থবহ, ইতিবাচক লক্ষ্যে কর বাড়ানো উচিত এবং কেন্দ্রের উচিত খরচের সংস্থান করতে রাজস্ব আদায়ে একটি মাত্র উৎসের ওপর ভরসা না করা। পেট্রল, ডিজেলের ওপর কর পশ্চাদমুখী পদক্ষেপ কেননা জ্বালানির ওপর গরিব, বড়লোককে সমান পরিমাণ কর দিতে হচ্ছে।